মোবাইল অপারেটিং নিয়ে বলতে গেলে প্রথমেই আসে এন্ড্রয়েড এর কথা। এন্ড্রয়েড ওপেন সোর্স হউয়ার কারনে আমরা ইচ্ছামত কাস্টমাইজ করে ইউজ করছি এই অপারেটিং। অনেকের আবার এন্ড্রয়েড নেই তাই তারা ইচ্ছা পোষণ করে যদি পিসি তে এন্ড্রয়েড ইউজ করা যেতো! আবার অনেক এন্ড্রয়েড ইউজার ও তাদের পিসি তে এন্ড্রয়েড অ্যাপ/গেইম খেলার জন্যে ইউজ করছে। এতদিন আমরা দেখিয়েছি ভার্চুয়াল ভাবে কিংবা ব্লুস্টেকস এর মাধ্যমে কিভাবে ইউজ করতে হয় এন্ড্রয়েড। তবে আজ দেখাবো কিভাবে নরমাল উইন্ডোজ এর মতই আপনার পিসিতে ডিরেক্টলি ইন্সটল করবেন! আমরা এতে ডুয়াল বুট ইউজ করবো এতে করে আপনার যখন ইচ্ছা উইন্ডোজ আবার যখন ইচ্ছা এন্ড্রয়েড ইউজ করতে পারবেন আপনার ল্যাপটপ কিংবা পিসি তে! তো চলুন শুরু করা যাক।    
                 


আজকে আমরা ইন্সটল করবো এন্ড্রয়েড এর একটি ভার্শন যার নাম  Android 4.4 KitKat তবে এটি x86 মানে ৩২ বিট ভার্শন। এর জন্যে আপনার যা যা লাগবে…
Android x86 ISO- [Download]
USB Flash drive/CD,DVD
Laptop/Desktop
UNetbootin (যদি আপনি পেনড্রাইভ দিয়ে সেটআপ করতে চান) – [Download]
অথবা Rufus (Bootable Usb Creator) [Download]
ইন্সটল যেভাবে করবেন-
* প্রথমে Android x86 ISO টি আপনার পিসিতে ডাউনলোড করে নিন।
* এবার আপনি চাইলে সিডি কিংবা ডিভিডি তে এই ISO ফাইল টি রাইট করে নিতে পারেন কিংবা যদি চান পেনড্রাইভ দিয়ে সেটআপ দিতে সেক্ষেত্রে UNetbootin দিয়ে বুটেবল পেনড্রাইভ বানিয়ে নিতে পারেন।
* এবার আপনার ল্যাপটপ কিংবা পিসিটি বুটেবল মিডিয়া তে রিবুট করুন। (সিডি কিংবা পেনড্রাইভ এ )
* এবার Android x86 ভার্শন টি কোন পার্টিশন এ ইন্সটল করবেন তা সিলেক্ট করে দিন।
* এবার আপনার কাছে কিছু পারমিশন চাওয়া হবে GRUB Bootloader ইন্সটল করার জন্যে। চাইলে পারমিশন দিয়ে দিন।
* এবার আরও কিছু সহজ স্টেপ আসবে ইন্সটল শেষ করার জন্যে এবং এগুল যেখানে যা লাগে দিয়ে ইন্সটল পর্ব শেষ করে নিন।
* ইন্সটল শেষ হলে পিসি কিংবা ল্যাপটপ রিবুট করুন নরমাল মুড এ।
* এবার প্রতিবার ল্যাপটপ কিংবা পিসি অন করার সময় একটা স্ক্রিন আসবে যেখানে আপনি সিলেক্ট করে দিবেন যে পিসি টি এন্ড্রয়েড সিস্টেম এ চলবে নাকি উইন্ডোজ এ! মানে মাল্টিবুট অপশন আসবে।
* এখান থেকে এন্ড্রয়েড সিলেক্ট করুন! এইতো হয়ে গেলো আপনার পিসিতে ডিরেক্ট এন্ড্রয়েড!!

Post a Comment

Previous Post Next Post