সামাজিকযোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ফেসবুক।আধুনিক এইযুগে ফেসবুকের বিকল্প নেই।তবে আমরা যারা নতুন ফেসবুকব্যবহার করি- সামান্য কিছু ভুলেরকারনেফেসবুক আমাদেরকে ব্লক করে দেই।এজন্য আমাদের ফেবু বাবহারের সময়একটু সচেতন হতে হবে।যাহাতে ফেসবুক ব্লকহওয়া থেকে আমরা রক্ষা পায়।এই নিয়ম গুলো মেনে চলুন-ভুল তথ্য-আপনার আকাউন্টে ভুল তথ্যদিলে আপনার আকাউন্ট টি ব্লকহওয়ার সম্ভাবনা থাকে।তাই নিজের নাম থেকে শুরুকরে সকল তথ্য সঠিক দেওয়ারচেষ্টা করুন।অধিক ফ্রেন্ড রিকুয়েস্টপাঠানো-নতুন আকাউন্ট খুলে অনেকে অধিকফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান।এটা আপনার ফেসবুক ব্লক হওয়ার মূলকারণ।যারা আপনার পরিচিত তাদেরফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানোরচেষ্টা করুন। না হলে ৫০ টিরবেশি ফ্রেন্ড রিকুয়েস্টপাঠালে ভেরিফিকেশনকরতে বলবে;না পারলে ব্লক খাবেন।অবৈধ ছবি আপলোডকরলে-যে ছবি দৃষ্টি কটু, এরকমছবি আপনি আপলোড করলে ব্লকখাবেন নিচ্চিত।ফটো ট্যাগ-অপিরিচিত কোন বন্ধু আপনারঅয়ালে ফটো ট্যাগ করতে চাইলে,আপনি করতে দিবেন না।শুধুমাত্র পরিচিতদের ফটো ট্যাগপারমিশন দিবেন।না হলে ব্লক থেকে বাঁচতেওপারবেন না।তাছাড়া খারাপভাষা ব্যবহার করলে,কেউ সেটা রিপোর্টকরলেও আপনি ব্লক হবেন।তাছাড়া স্প্যামিং করলে,বন্ধুদের অতিরিক্তম্যাসেজ করলে,বাজে কথা বললে;কাউকে হুমকি দিলে আপনারআকাউন্ট ব্লক হতে পারে।এজন্য যতদুর সম্ভব চেষ্টা করুন উপরেরকাজ গুলো করা থেকে বিরতথাকতে।

Post a Comment

Previous Post Next Post