সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ।আপনাদের আজ কম্পিউটারের USB Port বন্ধ করা শিখাব ।আপনার কম্পিউটারের ইউএসবি ডিভাইস লাগালে তা Show করবে না ! এই কাজটি করা গেলে একটু মজা হত । তাহলে এবার শিখে নিন কিভাবে করতে হয় ।প্রথমে আপনার কম্পিউটারেরDesktopএরMy Computerএর উপরMouseএরRight buttonক্লিক করুন। তারপরManageএ ক্লিক করুন।এরপরDevice Managerক্লিক করুন, তারপরUniversal Serial Bus controllersএর উপর ডবল ক্লিক করুন, তারপরUSB Root Hubনামে 4টিঅপশনপাবেন, সেখান থেকে সবার শেষের আগেরUSB Root Hubএর উপরMouseএরRight buttonক্লিক করেDisableকরে দিন।এরপর থেকে আপনার কম্পিউটারে আরPen driveএবংModemযাই প্রবেশ করান তা আর শো করবে না,আবার একই উপায়েUSB Root Hubএর উপরMouseএরRight buttonক্লিক করেEnableকরে দিলেShowকরবে।সবাইকে ধন্যবাদ ।