আমার মত অনেকেই আছেন যারা এখনো আগের ভার্সন এ পড়ে আছেন।আপডেট না পাওয়ার জন্য অনেকেই Marshmallow ব্যাবহার করতে পারছেন না।আর Marshmallow সব ফোনের জন্য শুধু মাত্র নিউ ফোন গুলা এবং যে গুলাই দামী ফোন শুরু সে গুলাই এই সুবিধা পাওয়া যাবে।
কিন্তু এই বলে কি আমরা Marshmallow এর স্বাদ পাবো না?পাব আপনাদের জন্য তাই নিয়ে এলাম অসাধারণ একটি লাঞ্চার এটি দিয়ে আপনি পুরা Marshmallow এর মজা পাবেন।
এর লাঞ্চার টির সাইজ অনেক কম ফলে ram ও অনেক কম ব্যাবহার করে,cpu ও অনেক কম খায়।ফলে আপনার ফোন একটু ও স্লো হবে না।ব্যাটিরির ওপর ও সে ভাবে কোন প্রভাব ফেলবে না।
এই লাঞ্চার টি অনেক স্টাইলিশ।অনেক সুন্দর সুন্দর থিম ও আছে।হোম পেজ টা ও অনেক সুন্দর।
আপনি ইচ্ছা মত edit ও করতে পারবেন।স্টাইল গুলা ও অনেক ভাল।একটি ভাল লাঞ্চার এর যা দরকার সব পাবেন এই মধ্যে।
ব্যাকগ্রাউন্ড এর কালার ও খুব সহজে চেঞ্জ করতে পারবেন।আরো অনেক ফিচার আছে। একবার ব্যাবহার করে দেখুন ভাল লাগবে।
[[N.B Download করার জন্য create Download link এর নিচে টিক চিহ্ন টা উঠয়ে দিয়ে create Download link এ ক্লিক করবেন]]