কী এই সুপারমুন লুনার একলিপ্স? সুপারমুন ও চন্দ্রগ্রহণ যখন একসঙ্গে ঘটে। কখন হয় সুপারমুন? আমরা সবাই জানি চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে। সেই কারণে প্রতি মাসে একবার পূর্ণিমা ও একবার অমাবস্যা দেখতে পাই আমরা। যখন চাঁদ পৃথিবীর সবথেকে কাছে চলে আসে তখন পূর্ণিমার চাঁদকে আমরা সাধারণত যেই আকারে দেখি, তার থেকে ১৪ শতাংশ বড় ও উজ্জ্বল দেখায়। এই ঘটনাকে বলে সুপারমুন।
অন্যদিকে, চাঁদ যখন পৃথিবীর ছায়ায় ঢেকে যায় তখন হয় চন্দ্রগ্রহণ। চাঁদ এইসময় লাল রঙের দেখতে লাগে। ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৯টা ৭ নাগাদ শুরু হবে আংশিক চন্দ্রগ্রহণ। আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের আকাশে দেখা যাবে। পূর্ণগ্রহণ শুরু হবে রাত ১১টা ১১ নাগাদ।
সুপারমুন লুনার একলিপ্স দেখার সুযোগ একেবারেই হাতছাড়া করবেন না। ২০৩৩ সালের আগে আর মিলবে না এই সুযোগ।