একজন সুন্দরী মেয়েকে ঘর থেকে বাহির করে এনে দুই পুরুষের মাঝখানে রিক্সায় বসতে দেয়া কি নারীর স্বাধীনতা?

»বন্ধু ছাড়া লাইফ
ইম্পসিবল স্লোগান
দিতে গিয়ে একজন
পুরুষকে জড়িয়ে ধরে ফটোসেশন
করা কি নারীর স্বাধীনতা?

»» বিলবোর্ড থেকে
শুরু করে পণ্যের অ্যাডে নারীর দেহ
উপস্থাপন করে পণ্যের মত নারীকে
পণ্য বানিয়ে প্রোডাক্টের
প্রচারণা চালানো কি নারীর স্বাধীনতা???

»» সবচেয়ে বড়
কথা যারা নারী স্বাধীনতা
নিয়ে তাফালিং করে
তাদের চারিত্রিক গুণাবলী দেখলেই বোঝা
যায় তারা কেমন নারীর স্বাধীনতা চাই 

»» পাগল নিজেও
পাগলের সুখ বোঝে কিন্তু
(কথিত) নারী বোঝে
না তার প্রকৃত সম্মান-অধিকার-স্বাধীনতা

•• আমার বোনদের
উদ্দেশ্যে একটা কথা
বলে রাখি-↓
»» এরা যতোক্ষণ
পর্যন্ত আপনার শরীরের
ব্যবচ্ছেদ করতে
পারবে না ততোক্ষণ
পর্যন্ত এরা আপনার
জন্য নারীবাদী। 
আর যখন আপনার শরীরের
চামরা ভোঁতা হয়ে
যাবে,আপনার
রূপের বাহাদুরি হারিয়ে
যাবে,তখন তারা আপনাকে ডাস্টবিনে
ছুঁড়ে ফেলে দিবে।
তাই,কথিত নারীবাদীরা
তারা চাই,
আধুনিকতার
নামে নারীদের
সতীত্ব নষ্ট করতে৷।

এস-আর-টি

Post a Comment

Previous Post Next Post