আমাদের দেশে বেশিরভাগ অ্যান্ড্রোয়েড ব্যবহারকারীই সিম্ফোনি কিংবা ওয়াল্টনের ফোন ব্যবহার করেন। রুট করার পর কাস্টম
রিকোভারি তথা CWM ফ্ল্যাশ দিতে গিয়ে অনেকেই ঝামেলায় পড়েন কারণ তাদের ফোনের জন্য CWM খুজে পাওয়া যায়না অনেক সময়।
তাই বলে কি বসে থাকবে কাজ।? না। আজকে শিখবেন কি করে নিজেই বানিয়ে নিতে পারেন ফোনের জন্য CWM। এটি মূলত মিডিয়াটেক
চিপসেট এর mtk65xx সিরিজ ব্যবহারকারীদের জন্য। মজার কথা হলো সিম্ফোনি আর ওয়াল্টনের মোটামুটি সব সেট ই এই সিরিজের।
চলুন তাহলে কাজ শুরু করা যাক-
★★★বিঃ দ্রঃ এটি মোটামুটি অ্যাডভান্স লেভেলের কাজ। তাই ভালো করে বুঝেই কাজে হাত দেবেন। যদি ঠিক করে করতে পারেন তাহলে
কাজ হবে। কাজ না হলে কোথায় ভুল হচ্ছে বের করে আবার চেষ্টা করুন। তবে ঠিক করে না বুঝলে অ্যাডভান্স কাজ না করতে যাওয়াই
ভালো।
→যা যা লাগবে -
• একটি রুটেড mtk65xx ফোন
• mtk65xx Drivers DOWNLOAD LINK
• MtkDroidTools (latest ভার্শন) ডাউনলোড লিংক :http://forum.xda-developers.com/showthread.php?t=2160490
• অরিজিনাল রম বা স্টক রম (নেট থেকে নামিয়ে নিতে হবে আপনার ফোনের মডেল অনুযায়ী)
• MTK MobileUncle Tools app
• Winrar
না থাকলে নেট থেকে ডাউনলোড করে নিন
• কম্পিউটার
→ কার্যপ্রণালীঃ
১) প্রথমেই আপনার ফোনের স্টক রম টি winrar দিয়ে এক্সট্রাক্ট (extract) করুন। সেখান থেকে boot.img টিও আলাদা ফোল্ডারে এক্সট্রাক্ট করুন।
২) এবার USB DEBUGGING ON করা অবস্থায় আপনার ফোনটি পিসিতে কানেক্ট করুন। এবার MTKDroid tools চালু করুন। এটি
আপনার ডিভাইসকে সনাক্ত করবে আর ডিভাইসের ডিটেইলস ও লিস্ট আকারে দেখাবে। যদি না দেখায়, এর ভিতরের ADB terminal খুলুন
আর লিখুন adb devices. তবুও যদি কোনও ডিভাইস সনাক্ত করতে না পারে, তাহলে আপনাকে mtk drivers ইন্সটল করতে হবে।
৩) root, backup, recovery ট্যাব খুলুন এবং "To choose the boot.img file" এ ক্লিক করুন। বাকী সব যেমন আছে তেমন থাকবে।
এরপরে Recovery and Boot ক্লিক করুন এবং আগে স্টক রম এক্সট্রাক্ট করে যে boot.img পেয়েছিলেন সেটায় ক্লিক করুন।
৪) নতুন একটা পপ-আপ আসবে সেখানে YES সিলেক্ট করবেন। কিছুক্ষণ পরেই দেখবেন task complete দেখাচ্ছে।
৫) এবার MTKdroidTools ফোল্ডারে যান । সেখানে recovery নামের নতুন একটা ফোল্ডার দেখতে পাবেন। ভিতরে দেখবেন ২ টি ফাইল
আছে। সেখান থেকে recovery নামের ফাইলটি নিন আর সেটি আপনার ফোনের SD card এ রাখুন (কোনও ফোল্ডারের মধ্যে রাখবেন না)
৬) mobile uncle tool নামিয়ে ইন্সটল করে ওপেন করুন (নেট অফ করে)
৭) এখন চাইলে এই সফট থেকে IMEI টা ব্যাকআপ করে রাখতে পারেন, এটা আপনাদের ঐচ্ছিক কাজ, ইচ্ছা হলে করবেন। মাঝে মাঝে
অনেকের IMEI সমস্যা করে তখন এটা কাজে লাগতে পারে।
৮) এখন recovery update এ ক্লিক করুন ।
৯) recovery.img নামে একটা ফাইল পাবেন, সেখানে ক্লিক করুন ।
১০) ok ক্লিক করুন ।
১১) "flash into recovery" ok দিন,এখন রিকোভারি মুডে ফোন অন হবে ।
১২) হয়ে গেলো আপনার কাস্টম রিকোভারি (CWM/TWRP) ইন্সটল।
Full Post Credit 'Nayeem Hossen'