Feeling Excited. 

Note: This Trick Only For Rooted Android User.

আসসালামুয়ালাইকুম আশা করি সবাই ভাল আছেন। 
যাইহোক কথা বাড়াবনা চলুন কাজের কথাই আসি।আপনারা সবাই নিশ্চয়ই যানেনে যে অনেক আগেই এন্ড্রয়েড এর ললিপপ ভার্শন চলে এসেছে কিন্তু আমরা বেশীরভাগ ইউসার এখন জেলীবিনে পড়ে আছি। অনেকে হয়ত নুতুন ফোন কিনে আপনাকে Kitkat বা ললিপপ দেখাচ্ছে যা দেখে আপনি হিংসাই জ্বলে পুড়ে মরছেন কিন্তু কিছুই করতে পারছেনা। কিন্তু আজকের পর থেকে আপনি হাসবেন আর আপনার বন্ধুরা জ্বলবে। এই সিস্টীমে আপনার ফোন আপডেট হবেনা জাস্ট আপনার About Phone এ গেলে আপডেটেড ভার্সন দেখাবে যেটা দিয়ে আপনি সবাই কে বোকা বানাতে পারবেন। তো চলুন শুরু করি।

প্রথমেই বলি এটা করতে আপনার ফোন অবশই রূটেড হতে হবে। প্রথমে, এখান থেকে Root explorerডাউনলোড করে নিন। ইন্সটল দিয়ে ওপেন করুন। এইবার system folder এ যান ওখানে দেখুন build.prop নামে একটি ফাইল আছে ওটাকে চেপে ধরে open with text editor করুন রূট পারমিশন চাইলে দিন।


           Sorry We Can Not View This Image.  Loading...

           Sorry We Can Not View This Image.  Loading...

তারপর ফোন রিবুট করে about phone এ গিয়ে দেখুন মজা আপনার এন্ড্রয়েড ভার্সন দেখাচ্ছে 5.0.1 । :D
তবে এখানেই কাজ শেষনা এখন যদি কেউ আপনার এন্ড্রয়েড ভার্সন এর উপর ত্রিপল ক্লিক করে তাইতো আপনার কীর্তি ফাঁস হয়ে যাবে। না, আমি থাকতে ভয় পাবার কারন নেই। এই অ্যাপ টা ডাউনলোড
করুন তারপর প্রথম পর্বে দেখানো সিস্টেমে xpose Installer দিয়ে একটিভ করুন।

এইবার ওই পেজে দেখেন আপনার ফোনের এন্ড্রয়েড ভার্সন লেখা আছে আপ্নি এইবার সেটাকে এডিট করে ইচ্ছা মত ভার্সন বানিয়ে ফেলুন। আস্তে ১০ ২০ লেখে দিয়েন্না নয়লে সিউর ধরা খেয়ে যেতে পারেন। আমার মত এন্ড্রয়েড লেটেস্ট ভার্সন 5.0.1 করে নিন। এইবার সেভ করুন।
            Sorry We Can Not View This Image.  Loading...
এইবার অ্যাপ টি ওপেন করলে দেখবেন যে এটির মধ্যে অনেকগুলা এন্ড্রয়েড ভার্সন আছে। আপনি ললিপপ ভার্সনটি অন করুন।
এইবার আবার about phone এ যান আপনার এন্ডয়েড ভার্সনের উপর ত্রিপল ক্লিক করুন কি দেখছেন...?? চোখ কপালে উঠেছেতো...???

খুশিতে নাচছেন...?? নাচুন আমিও নেচেছিলাম। বাট পিকচার আভি বাকি হ্যা মেরা দোস্ত। যারা ললিপপ ব্যবহার করেছেন তারা নিশ্চয়ই যানেন ললিপপ ডিভাইসে ললিপপ লোগো দেখানোর পর একটা গেম খেলা যাই আপনি আপনি ত্রিপল ক্লিক করার পর ললিপপটা টিপে ধরে রাখলে আপনাকে গেমটি ডাউনলোড করতে বলবে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন নয়ত এখান থেকেডাউনলোড করে নিন।
ব্যাস কাজ শেষ। এখন সবাইকে বোকা বানান আর বুক ফূলিয়ে বলুন যে আপনি ললিপপ ব্যবহার করেন।
Sorry We Can Not View This Image.  Loading...
কোন সমস্যা হলে আমাই অবশ্যই যানাবেন আমি যতদুর সম্ভব সল্ভ করার চেস্টা করব।

Post a Comment

Previous Post Next Post